ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওষুধের বাজার হাজারী গলিতে ৪ ম্যাজিস্ট্রেটের সাঁড়াশি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ৭, ২০২০
ওষুধের বাজার হাজারী গলিতে ৪ ম্যাজিস্ট্রেটের সাঁড়াশি অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (৭ জুন) দুপুরে শুরু হওয়া এই অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে দিচ্ছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- শিরীন আক্তার, মো. উমর ফারুক, গালিব চৌধুরী এবং এস এম আলমগীর।



অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বাংলানিউজকে জানান, ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে ওষুধ বিক্রেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, অভিযানে যাদের বিরুদ্ধে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যাবে- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।


গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসিতে রোগীদের ভিড়ও বাড়ছে। ওষুধের চাহিদাও বেড়েছে কয়েকগুণ।

ওষুধের চাহিদা বৃদ্ধির এই সুযোগ কাজে লাগিয়ে ফার্মেসিগুলোতে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগের মধ্যেই চট্টগ্রামের সবচেয়ে বড় ওষুধের বাজার হাজারী গলিতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে সাঁড়াশি অভিযান পরিচালনার পদক্ষেপ নিলো জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।