bangla news

চসিকের করোনা টেস্টিং বুথ উদ্বোধন বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৩ ৬:৩০:১৫ পিএম
ছবি: বাংলানিউজ

ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: করোনার রেড জোন চট্টগ্রামে নমুনা সংগ্রহের নতুন টেস্টিং বুথ উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার (৪ জুন)।

এদিন সকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনা ভাইরাস টেস্টিং বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বুধবার (৩ জুন) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দফতরে এক প্রস্তুতি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্র্যাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে কর্নেল হাট করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিআইডিতে, প্রেসক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এবং কুলগাঁও সিটি করপোরেশন কলেজে করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে।

চসিক প্রাথমিকভাবে ৬টি এবং পরে আরও ৬টি টেস্টিং বুথ বসানোর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে ব্র্যাক।

মেয়রের ত্রাণ বিতরণ

মেয়রের ত্রাণ বিতরণ

ভয় নয় যৌক্তিক সুরক্ষায় নিজেকে নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (৩ জুন) বিকেলে নগরের আগ্রাবাদ জাম্বুরি মাঠে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের ৬০০ পরিবারে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণকালে মেয়র এ আহ্বান জানান।

এ সময় সংগঠনের সভাপতি সেলিম মিয়া, তাজুল ইসলাম, কাজল ইসলাম, ওয়ালী আহমদ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকি। উপযুক্তরা ত্রাণ প্রাপ্তির আওতায় আসছে কিনা এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা জরুরি। কোনো ব্যত্যয় ঘটলে জবাবদিহি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বেঁচে থাকার এই লড়াই কোনো দলের বা গোষ্ঠীর নয়, সর্বজনীন। তাই দলীয় রাজনীতির কোনো অবকাশ নেই। দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে জনকল্যাণে নিবেদিত হয়ে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে জীবন ও প্রকৃতির সুরক্ষা চাই।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এআর/এমআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-03 18:30:15