ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে বাস উল্টে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
রাউজানে বাস উল্টে নিহত ২ রাউজানে দুর্ঘটনা।

চট্টগ্রাম: রাউজানের পাহাড়তলীতে চন্দ্রঘোনাগামী একটি বাস খাদে পড়ে উল্টে গেলে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার শিলক ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মালেক এর স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও চালকের সহকারী ইমাম হোসেন (৪৫)।

জানা গেছে, চট্টগ্রাম-জ ৬০ নম্বরের লোকাল বাসটি রাউজান পিংক সিটি সংলগ্ন বদুপাড়া এলাকায় চাকা পাংচার হয়ে উল্টে যায়। ঘটনাস্থলে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়।

বাস যাত্রী চুয়েটের মেকানিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া মাহজাবীন সহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা রাউজান ফায়ার স্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার বাংলানিউজকে জানান, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে ওই বাসটি পাহাড়তলীতে খাদে পড়ে উল্টে যায়।  দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।