ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীর জুতায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
যাত্রীর জুতায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার যাত্রীর জুতা থেকে উদ্ধার করা স্বর্ণের বার

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে ঢাকাগামী কানেকটিং ফ্লাইটের যাত্রীর জুতায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা মোহাম্মদ সরওয়ার উদ্দিন নামের ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই টিম।

তার দেহ তল্লাশি করে ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ও ২০০ গ্রাম ওজনের স্বর্ণের অলংকার পাওয়া যায়।

এরপর বিমান থেকে  তার ব্যাগেজ এনে ২৫ কার্টন সিগারেট পাওয়া যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মোহাম্মদ সরওয়ার উদ্দিনের গ্রামের বাড়ি হাটহাজারী।

তিনি আবুধাবি-চট্টগ্রাম-ঢাকার টিকিট কাটেন। তার ইমিগ্রেশন হওয়ার কথা ছিলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শাহ আমানতে অবতরণের পর তিনি ঢাকায় যাওয়ার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে জুতার তলায় লুকানো ২ জোড়া স্বর্ণের বার পায় এনএসআই টিম।

উদ্ধার করা স্বর্ণের বার, অলংকার ও সিগারেট পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

>> যাত্রীর পেট থেকে ১ কেজি স্বর্ণের বার উদ্ধার

বাংলাদেশ সময়:  ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।