ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চকবাজারে আবাসিক ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
চকবাজারে আবাসিক ভবনে আগুন

চট্টগ্রাম: নগরের চকবাজারে ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর চারটার দিকে চকবাজারের এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, ছয়তলা ওই আবাসিক ভবনের নিচতলার বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় কেউ হতাহত হননি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।