ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত

চট্টগ্রাম: বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম রূপন দাশ (৪২)। তিনি স্থানীয় মৃত ধীরেন্দ্র দাশের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সূর্যব্রত বিলে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, কৃষক রূপন দাশ ভোরে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাহাড় থেকে তিনটি হাতি লোকালয়ে এসে ফিরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে গত এক মাসে উপজেলায় হাতির আক্রমণে চারজনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।