ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রক্তের ফেরিওয়ালারা কখনও অপরাধে জড়াতে পারে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
রক্তের ফেরিওয়ালারা কখনও অপরাধে জড়াতে পারে না ‘সিটিজি ব্লাড ব্যাংক’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

চট্টগ্রাম: যারা রক্ত দেয় তারা কখনো জঙ্গিবাদ এবং মাদকে যুক্ত হতে পারে না। রক্তের ফেরিওয়ালারা কখনও অপরাধে জড়াতে পারে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সিটিজি ব্লাড ব্যাংক’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্লাড ব্যাংক রক্তের ফেরিওয়ালা হয়ে কাজ করছে, সিটিজি ব্লাড ব্যাংক যে সেবা দিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

রক্তদান এমন একটা সম্পর্ক যা দিয়ে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

এসময় থ্যালাসেমিয়া প্রতিরোধের উপর জোর দেন ডা. শাহেদ আহমদ চৌধুরী।

তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি নিরব মহামারী। দেশে কোটি মানুষের ওপরে থ্যালাসেমিয়া বাহক রয়েছে। যার কারণে প্রতিদিনই ২০ জন করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত অবস্থায় শিশু জন্মগ্রহণ করছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।  সিটিজি ব্লাড ব্যাংকের অ্যাডমিন মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আলী, দেশটিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, মীর আকতার হোসাইন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফকির আব্দুল মান্নান, মানবিক পুলিশের টিম প্রধান শওকত হোসেন।

অনুষ্ঠানে স্বেচ্চাসেবী কর্মকান্ডে অবদানের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশের চীফ সাইন্টিফিক অ্যাডভাইজর ডা. শাহেদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার  বিজয়  বসাক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়াকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।