ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক অপসারণ ইউএনওর নেতৃত্বে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১২, ডিসেম্বর ১৩, ২০১৯
সড়ক অপসারণ ইউএনওর নেতৃত্বে সড়ক অপসারণ অভিযান

চট্টগ্রাম: ৫০ জন শ্রমিক। ৩০ জন বনরক্ষী। কোদাল, শাবল চালিয়ে চার ঘণ্টায় নিশ্চিহ্ন করে দিয়েছে ২ কিলোমিটার সড়ক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বন বিভাগের মন্দাকিনী বিটের গভীর বনে অভিনব এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

তিনি বাংলানিউজকে বলেন, কাঠ পাচারকারীরা গভীর বনের পায়ে হাঁটার একটি পথকে রাতারাতি প্রশস্ত সড়ক বানাতে শুরু করে।

২ কিলোমিটার পথ তৈরির পর বিষয়টি বন বিভাগের কর্মীদের নজরে আসে। পাচারকারীদের উদ্দেশ্য ছিল গভীর বনের সরকারি গাছগুলো নির্বিচারে কেটে চান্দের গাড়ি নামে পরিচিত জিপ, ঠেলাগাড়ি, রিকশাভ্যানে করে ইটভাটায় বিক্রি করে দেওয়া।
বিষয়টি বন বিভাগের কর্মকর্তারা আমাকে অবহিত করলে আমি থানায় সাধারণ ডায়েরি করতে বলি। এরপর অভিযান চালিয়ে সড়কটি অপসারণ করি।

সড়ক অপসারণ অভিযানতিনি বলেন, হাটহাজারীতে কোনো ধরনের অন্যায়, অনিয়ম, দখল, পাচার, ভেজাল করতে দেওয়া হবে না। জনস্বাস্থ্য, পরিবেশের হুমকি হয় এমন কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল আমরা।     

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।