ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক ফারুক মুনিরের পাশে সাঈদ আল নোমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, জুলাই ২১, ২০২৫
সাংবাদিক ফারুক মুনিরের পাশে সাঈদ আল নোমান

চট্টগ্রাম: বাবা হারানোর শোকে শোকাহত সাংবাদিক ফারুক মুনিরের পরিবারের খোঁজ খবর নিলেন তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান। ফারুক মুনিরের বাবা মনির আহমেদের মৃত্যুতে তিনি শোক জানিয়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

 

রোববার (২০ জুলাই) দিবাগত রাতে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান প্রথমে মুঠো ফোনে ফারুক মুনিরের পরিবারের খোঁজ খবর নেন। তারপর ছুঁটে যান তার বাসায়।

 

এসময় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ মেহেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সাঈদ আল নোমান বলেন, পিতার অভাব কোনো কিছুতেই পূরণ হবার নয়। তবুও ধৈর্য ধরে সব কাজ করে যেতে হবে। তিনি মরহুম মনির আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আল্লাহর দরবার তাঁর পরকালীন মুক্তি কামনা করেন।

এই তরুণ নেতা শত ব্যস্ততার মাঝেও মরহুম মনির আহমেদের পরিবারের খোঁজ-খবর নিতে ছুঁটে যাওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।  

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।