বুধবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এজেডএম শরীফ হোসেন এসব কথা বলেন।
এজেডএম শরীফ হোসেন বলেন, প্রতিযোগিতামূলক মনোভাব এবং অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
‘মোটরযান আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে গাড়ি চালাতে হবে। গাড়ি নিয়মিত চেকআপ করাতে হবে। ’
তিনি বলেন, মাদক সেবন বা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। শুধু বড় গাড়ি নয়, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, নছিমন, করিমন ও অন্যান্য গাড়ি চালানোর ক্ষেত্রেও প্রশিক্ষণ নিতে হবে। সড়কে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কার আগে কে যাবে- এ ধরনের মনোভাব পরিহার করতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সড়কে শৃঙ্খলা ফিরে আসলে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। রাস্তায় কারও অবহেলার কারণে সৃষ্ট দুর্ঘটনায় যাতে কেউ মারা না যান সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার থাকতে হবে। নিজেরা সচেতন না হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিঃ) মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটিএ চট্টগ্রাম মেট্টো সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উসমান সরওয়ার আলম। চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শাহ আলম।
বক্তব্য দেন চট্টগ্রাম সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আলী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ, মেট্টো মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআর/টিসি