ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, অক্টোবর ১০, ২০১৯
পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: নগরের নাসিরাবাদ ও ইপিজেড এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

নাসিরাবাদ এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ৪ লাখ ৮৬ হাজার টাকা এবং ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলানিউজকে বলেন, অপরিশোধিত বায়ু নির্গমন ও তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে নাসিরাবাদ এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ৪ লাখ ৮৬ হাজার টাকা এবং ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।