ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক স্বপন কুমার মহাজন আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, মার্চ ২৭, ২০১৯
সাংবাদিক স্বপন কুমার মহাজন আর নেই

চট্টগ্রাম: প্রবীণ সাংবাদিক স্বপন কুমার মহাজন আর নেই। বুধবার (২৭ মার্চ) বেলা পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণজণিত রোগে আক্রান্ত হবার পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।

দীর্ঘদিন তিনি বেসরকারি একটি হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বপন কুমার মহাজন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করা সাংবাদিক স্বপন মহাজন দৈনিক আজাদী, দৈনিক নয়াবাংলা, দৈনিক মিছিলসহ বিভিন্ন গণমাধ্যমে পরবর্তীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন।

স্বপন কুমার মহাজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা প্রয়াত এ গুণী সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তার মরদেহ বুধবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শ্রদ্ধা জানানোর জন্য আনা হবে। পরবর্তীতে বিকেল পাঁচটায় বলুয়ার দীঘির পাড়ের অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।