ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, আগস্ট ২০, ২০২৫
সাবেক যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম: কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ আগস্ট) দুদকের চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নওশাদ আলী।

মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়, বাবরের স্ত্রী ১ কোটি ৮৩ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এছাড়া দুদকের দাখিলকৃত বিবরণীতে তিনি ১৫ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আবার হেলাল আকবর বাবর এসব সম্পদ অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আসামি জেসমিন দুদক আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় বর্ণিত শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তার স্বামী হেলাল আকবর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করে দণ্ডবিধি ১০৯ ধারায় বর্ণিত শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

২০১৩ সালের ২৪ জুন রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাবর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হন। ওই ঘটনার পর জোড়া খুন মামলায় গ্রেপ্তার হলে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।