চট্টগ্রাম: কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২০ আগস্ট) দুদকের চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নওশাদ আলী।
মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়, বাবরের স্ত্রী ১ কোটি ৮৩ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
২০১৩ সালের ২৪ জুন রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাবর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হন। ওই ঘটনার পর জোড়া খুন মামলায় গ্রেপ্তার হলে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
এমআই/পিডি/টিসি