ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ফটিকছড়িতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচএম আবু তৈয়ব চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ১৫ হাজার ১৬১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নাজিম উদ্দীন মুহুরীকে হারিয়েছেন।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফটিকছড়িতে ভোটার রয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৫৮৬ জন। উপজেলায় ১৩৬টি ভোটকেন্দ্র রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনারস আনারস প্রতীক নিয়ে এইচএম আবু তৈয়ব ৫৭ হাজার ৬০২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দীন মুহুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৪৪১ ভোট।

>> ভোট শেষ, চলছে গণনা

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।