ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোট শেষ, চলছে গণনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ভোট শেষ, চলছে গণনা চলছে ভোটগণনা

চট্টগ্রাম: ভোটগ্রহণ শেষে উত্তর চট্টগ্রামের পাঁচ উপজেলায় চলছে গণনা। এতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি প্রার্থীর এজেন্টরাও উপস্থিত রয়েছেন।

এর আগে সোমবার (১৮ মার্চ) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

পঞ্চম উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী উত্তর চট্টগ্রামের সাত উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় রাউজান ও মিরসরাইয়ে ভোট হয়নি।

সীতাকুণ্ড, সন্দ্বীপ, ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় ভোটগ্রহণ হয়েছে।

পাঁচ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার ফলাফল ঘোষণা করা হবে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। সীতাকুণ্ড, সন্দ্বীপ ও রাঙ্গুনিয়ার ফল ঘোষণা করা হবে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয় থেকে।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

পাঁচ উপজেলায় ১৩ লাখ ৬২ হাজার ১২২ ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ৪৯৫টি।

বাংলাদেশ সময়: ১৬১৫, ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।