ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ স্টেশনের ২০টি গাড়ি নেভালো ডিপোর আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
৫ স্টেশনের ২০টি গাড়ি নেভালো ডিপোর আগুন ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় তেলের ডিপোতে লাগা আগুন ২ ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ১ টা ৫৫ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয় বিকেল ৪ টা ১০ মিনিটে।

আরও খবর>>
** 
ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন

৫ স্টেশনের ২০টি গাড়ি নেভালো ডিপোর আগুন।                     <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/fire-bg220190116201953.jpg" style="margin:1px; width:100%" />আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, দাহ্য পদার্থ থাকায় ওই ডিপোতে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুণ নেভাতে বেগ পেতে হয়।
আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন, বায়েজিদ ও কুমিরা স্টেশনের ২০টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি। ঢাকা থেকে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটি তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানাতে পারবে। তবে অগ্নিকাণ্ডে ডিপোর পাশের একটি গাড়ি সার্ভিসিং সেন্টার ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশের ৬টি বসতঘর পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।