ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, জানুয়ারি ১৫, ২০১৯
বায়েজিদে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকায় গৃহবধূ তাহেরা বেগমকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী নুর হোসেনকে (৪২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।