চট্টগ্রাম: প্রগতিশীল বৌদ্ধ যুব সংগঠন কন্থক বুড্ডিস্ট ইউনিটি উদযাপন করলো গৌরবময় ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২৫ জুলাই) দেশব্যাপী উন্মুক্ত স্বর্ণপদক ও সূত্রপাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে।
অনুষ্ঠানের সূচনা হয় ভিক্ষু দীপানন্দ’র মঙ্গলাচরণ পাঠের মধ্য দিয়ে। শুভেচ্ছা বক্তব্য দেন কন্থক বুড্ডিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক অর্ণব বড়ুয়া।
বিশেষ আলোচক ছিলেন কন্থক বুড্ডিস্ট ইউনিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন প্রিয়াল বড়ুয়া রোহান। তিনি বলেন, ‘আমরা যখন যুবকদের নিয়ে বৌদ্ধ আদর্শে সামাজিক কাজ শুরু করি তখন এই সংগঠন ছিল এক স্বপ্ন মাত্র। আজ ১১ বছর পর সেই স্বপ্ন রূপ নিয়েছে বাস্তবতায়। আমরা চাই ধর্মীয় শৃঙ্খলা, মানবতা ও প্রগতির আলো পৌঁছে যাক প্রতিটি মানুষের অন্তরে। সূত্রপাঠ প্রতিযোগিতা সেই জ্ঞানের বীজ বপনের এক ক্ষুদ্র প্রয়াস মাত্র’।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন প্রত্যুষা বড়ুয়া মুন, দ্বিতীয় স্থান চন্দ্রিকা বড়ুয়া, তৃতীয় স্থান দীপান্বিতা বড়ুয়া এবং ‘খ’ বিভাগে প্রথম স্থান হিমান্ত বড়ুয়া, দ্বিতীয় স্থান সুপ্রিয়া বড়ুয়া, তৃতীয় স্থান অন্নি বড়ুয়া ও রিমঝিম বড়ুয়া।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে সম্মাননা জানানো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. সুদিপ্তা বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি (মহিলা) এর সাধারণ সম্পাদক অধ্যাপিকা ববি বড়ুয়া এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়কে।
সংবর্ধনা দেওয়া হয় ত্রিরত্ন সংঘ, সম্যক সংঘ, বৌদ্ধ ছায়াঙ্গন, অ্যানিম্যাল শেল্টার অ্যান্ড রেসকিউ ওয়ারিওর, বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশন, বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন, আর্যমিত্র বৌদ্ধ সংগঠনকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পায়েল বড়ুয়া।
এসি/টিসি