ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদিয়া মাদরাসার বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, জানুয়ারি ১৫, ২০১৯
মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদিয়া মাদরাসার বার্ষিক মাহফিল মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদিয়া মাদরাসার বার্ষিক মাহফিল

চট্টগ্রাম: মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদিয়া মাদরাসার বার্ষিক মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ জানুয়ারি) সকালে ফটিকছড়ি গামরীতলা এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন খান অ্যাগ্রো প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান।

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১১৩ তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচীর প্রথম দিন এ মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন।

বার্ষিক মাহফিল উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, দারুততায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, ভারপ্রাপ্ত দফতর ও পাঠাগার সম্পাদক আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েত, জেলা কার্যকরী সংসদের প্রচার ও জনসংযোগ সম্পাদক শেখ শাকিল মাহমুদসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা।

বার্ষিক মাহফিলে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া সোমবার গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১৯৪ তম খোশরোজ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।