ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাত হোটেলকে ৭৩ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
সাত হোটেলকে ৭৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের স্টেশন রোড, আন্দরকিল্লা এবং চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি গ্রিল বিক্রি, মূল্য তালিকা না রাখা, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৭টি হোটেলকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ জানুয়ারি) নগরের স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।

এ সময় বাসি গ্রিল বিক্রির দায়ে নিজাম হোটেলকে ১৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে নিউ গণি বিরিয়ানি হাউসকে ২৫ হাজার টাকা এবং উজালা হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অন্যদিকে নগরের আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।

এ সময় খাবারের মূল্য তালিকা না রাখা, হোটেল পরিচালনার লাইসেন্স না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অপরাধে ৪টি হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।