ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ঈদুল আজহা ফেস্ট শুরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, মে ১৬, ২০২৫
চট্টগ্রামে ঈদুল আজহা ফেস্ট শুরু  ...

চট্টগ্রাম: রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঈদুল আজহা ফেস্ট। মেকাপ শেকাপ বাই জুহি চৌধুরীর আয়োজনে এ ইভেন্টের টাইটেল রূপা ফ্যাশনস।

 

শুক্রবার (১৬ মে) ঈদুল আজহা ফেস্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপপরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।

 

অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।  

জুহি চৌধুরী বলেন, মেয়েদের সাথে ছেলেদের জন্যও দেশি ও বিদেশি সব কালেকশন নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তাদের ৬০টির বেশি স্টল রয়েছে এবারের উৎসবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য উৎসব উন্মুক্ত থাকবে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।