ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হিজবুত তাহরীর নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, জানুয়ারি ৭, ২০১৯
হিজবুত তাহরীর নেতা গ্রেফতার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন চার্চ রোড এলাকা থেকে সাবকাত আহমেদ (২১) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশের এক নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

সাবকাত আহমদের কাছ থেকে হিজবুত তাহরীরের বিভিন্ন উসকানিমূলক পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. আফতাব হোসেন বাংলানিউজকে জানান, সোমবার (৭ জানুয়ারি) ভোররাতে তাকে গ্রেফতার করা হয় ।

সাবকাত আহমেদ চার্চ রোড এলাকার কাউসার আহমেদ চৌধুরীর ছেলে। তিনি হিজবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আমির বলে জানিয়েছে পুলিশ।

পু্লিশ কর্মকর্তা মো. আফতাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবকাত আহমেদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সাবকাত আহমদের সঙ্গে থাকা আরও ৫/৬ জন জঙ্গি সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। সাবকাত আহমদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।