ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজের ১ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জানুয়ারি ৬, ২০১৯
নিখোঁজের ১ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: রাউজানের উরকিরচর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর নুরুল আলম (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে হাটহাজারীর শিকারপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ।

নুরুল আলম উরকিরচর ইউনিয়নের করম আলী হাজী বাড়ির সুলতান আহমদের ছেলে।

শনিবার (৫ জানুয়ারি) বিকেলে উরকিরচর বাজার থেকে নুরুল আলমকে মারধর করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার পরিবার থানায় অভিযোগ করে।

ওসি মো. কেফায়েত উল্লাহ বলেন, ‘নুরুল আলমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে উদ্ধারের জন্য রাউজানের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। দুপুরে খবর পেয়ে হাটহাজারীর শিকারপুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ’

তিনি জানান, ‘নুরুল আলমের পিঠ, হাঁটুসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্ত ঝরছিল। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।