ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের উদ্যোগে প্রবাসী সহায়তা ডেস্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
পুলিশের উদ্যোগে প্রবাসী সহায়তা ডেস্ক পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে প্রবাসী সহায়তা ডেস্ক

চট্টগ্রাম: বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীদের সহায়তা দিতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে প্রবাসী সহায়তা ডেস্ক।

শনিবার (৫ জানুয়ারি) বিকেলে হালিশহরে জেলা পুলিশ লাইন্সের পুলিশ সিভিক সেন্টারে কেক কেটে এ ডেস্ক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পু্লিশ সুপার নুরেআলম মিনা।

পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে প্রবাসী সহায়তা ডেস্কপ্রবাসী সহায়তা ডেস্কের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রবাসীরা বিভিন্ন সমস্যা জানাতে ও অভিযোগ করতে পারবেন।

ডেস্কের হটলাইন (০১৭৬৯৬৯৪২৭৪) , ই-মেইল ও ফ্যাক্স বার্তা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানো যাবে।

অতিরিক্ত পু্লিশ সুপার (সদর ও প্রশাসন) এ কে এম এমরান ভূঁঞার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত পু্লিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পু্লিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, দুবাই প্রবাসী ইফতেখার হোসেন বাবুল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।