ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ: খসরু আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ: খসরু

চট্টগ্রাম: আতঙ্ক ছড়িয়ে বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে নগরের উত্তর কাট্টলী এলাকায় চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর পক্ষে গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।

আমির খসরু বলেন, ধানের শীষের জোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে।

জনগণ তাদের সঙ্গে নেই বুঝে গেছে। নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগ ও পুলিশ হামলা করছে।
আতঙ্ক ছড়িয়ে জনগণ যাতে ভোট দিতে না পারে সেই চেষ্টা করছে। কিন্তু জনগণ সব অপচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

খসরু কর্ণেলহাট থেকে গণসংযোগ শুরু করেন। পরে মুন্সিপাড়া, পন্ডিত বাড়ি, চৌধুরী বাড়ি, বিশ্বাসপাড়া ও ডিটি রোড হয়ে আবার কর্ণেল হাট সড়কে গিয়ে শেষ হয়।

উপস্থিত ছিলেন বিএনপির নেতা মো. মঞ্জুর আলম, কমান্ডার শাহাবুদ্দীন চৌধুরী, আব্বাস রশিদ প্রমুখ

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।