ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রমা চৌধুরী মাথা উঁচু করে বাঁচতে চাইতেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
রমা চৌধুরী মাথা উঁচু করে বাঁচতে চাইতেন রমা চৌধুরীর জন্মদিনের অনুষ্ঠানে অতিথিরা

চট্টগ্রাম: ‘ও ভাই বাংলা মায়ের চরণ...গাইবো দেশ মাতার গান, স্বপ্ন আমার বাঙালিদের ত্রাণ।’ একাত্তরের জননী খ্যাত রমা চৌধুরীর ‘স্বর্গে আমি যাব না’ কাব্যগ্রন্থের পঙক্তিগুলো গেয়ে শোনান শিল্পী আনন্দ প্রকৃতি।

রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরের একে খান স্মৃতি মিলনায়তনে রমা চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে জন্মদিনের আয়োজনে গানটি শোনান তিনি। রমা চৌধুরীর জীবদ্দশায় গানটি গেয়ে শুনিয়েছিলেন।

তখন রমা চৌধুরী খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন।

আরও খবর>>
** 
'একাত্তরের জননী' রমা চৌধুরী আর নেই
** ১৬০ বছর বাঁচতে চেয়েছিলেন রমা চৌধুরী

গান শেষে তিনি বলেন, ‘দিদি আমার গাওয়া গানটি খুব পছন্দ করতেন।

রমাদির সামনে কয়েকবার গানটি গেয়েছি। প্রতিবারই তিনি জড়িয়ে ধরে আশীর্বাদ করতেন। ’

স্বাগত বক্তব্যে রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন বলেন, রমাদির জন্মদিন পালন করবো কিনা সেটি নিয়ে দ্বিধায় ছিলাম। কারণ এক মাস হলো রমাদি ইহলোক ত্যাগ করেছেন। তারপরও দিদির জন্মদিন পালন করছি তাকে যাতে ভুলে না যাই।

তিনি বলেন, রমাদি সারাজীবন মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেছেন। তিনি এ ক্ষেত্রে সফলও। তিনি দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।

রমা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যাপক রীতা দত্ত, কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল ও গল্পকার জিন্নাহ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
জেইউ/টিসি          

       

   

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।