ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়র নাছির দেশে ফিরছেন বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
মেয়র নাছির দেশে ফিরছেন বুধবার প্রস্তুতি সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ

চট্টগ্রাম: পবিত্র হজব্রত পালন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ।

আরও পড়ুন>>
** 
হজব্রত পালনে সৌদি আরব গেলেন মেয়র নাছির

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) এ উপলক্ষে এক প্রস্তুতি সভা রায়হান ইউসুফের বাসায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো. ইসা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ।

নোমান আল মাহমুদ মেয়র আ জ ম নাছির উদ্দীনকে স্বাগত জানাতে যারা বিমানবন্দরে যাবেন তাদের সুশৃঙ্খলভাবে থাকার এবং হজযাত্রীদের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছেন।

 

মঙ্গলবার (১৪ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন মেয়র নাছির।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।