ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হজব্রত পালনে সৌদি আরব গেলেন মেয়র নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
হজব্রত পালনে সৌদি আরব গেলেন মেয়র নাছির বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: পবিত্র হজব্রত পালনের জন্য সপরিবারে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে জেদ্দা বিমান বন্দরের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তারা।

পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন-সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সহধর্মিনী শিরিন আক্তার, মেয়ে ফাহমিদা তাসনিম নওশীন ও ছেলে আবু সাদিক মো. তামজিদ।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিটি মেয়রের একান্ত সচিব (পিএস) মো. রায়হান ইউসুফ।

তিনি বলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন হজের করণীয়াদির জন্য আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন।

বিমানবন্দরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনার প্রাক্কালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন হজের যাবতীয় কার্যাদি সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করতে পারে সেই লক্ষে নগরবাসীর কাছে দোয়া কামনা করেন।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জিয়াউল হক সুমন, এইচএম সোহেল, হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী, মো. ইসমাইল বালী, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবুল হোসেন এবং নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইছা, যুবলীগ নেতা মান্নান ফেরদৌস, চসিকের বিভাগীয় ও শাখা প্রধানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি মেয়র সৌদি আরবে হজ পালনকালিন সময় পর্যন্ত চসিকের ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।