ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নের ভোগান্তি সহ্য করার অনুরোধ নাছিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
উন্নয়নের ভোগান্তি সহ্য করার অনুরোধ নাছিরের সিটি করপোরেশনের সুধী সমাবেশে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সব সেবা সংস্থার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, 'চলমান এসব প্রকল্পের প্রায় সবই রাস্তায়। এসব প্রকল্প বাস্তবায়ন করতে রাস্তা খোঁড়াখুড়ি করতে হচ্ছে। এতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব ভোগান্তি সহ্য করার মানসিকতা থাকতে হবে। কেননা, এসব উন্নয়নের ভোগান্তি।'

সোমবার (৩০ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপােরেশনের (চসিক) সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও খবর>>
** 
তিন বছরে ২ হাজার কোটি টাকার উন্নয়ন চট্টগ্রামে
নগরের চট্টেশ্বরী রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং ৪১ ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের মাধ্যমে নগরবাসীকে গত অর্থবছরে (২০১৭-১৮) সম্পাদিত সামগ্রিক উন্নয়ন কার্যক্রম অবহিত করতে এ সমাবেশের আয়োজন করে চসিক।

চসিকের সুধী সমাবেশে উপস্থিতির একাংশ।  ছবি: উজ্জ্বল ধরজনমত গড়ে তুলতে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, 'গত তিন বছরে নগরের ৪১ ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম শহরকে এগিয়ে নিতে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ তিন বছরে নগরের ৪১ ওয়ার্ডে নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নগরবাসীকে সেবা দিয়েছি। শহরকে এগিয়ে নিতে আন্তরিকতার মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমি মনে করি কথা নয়, কাজের মাধ্যমে সফলতার পরিচয় দেওয়াই যুক্তিযুক্ত। ’

২০০৯ সালে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা নিজেই চট্টগ্রামের দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে যেসব প্রকল্প নেওয়া হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে এসব প্রকল্পে সহযোগিতা করেন। সিটি করপোরেশনসহ সেবা সংস্থাগুলো যেসব প্রকল্প হাতে নিয়েছে, সবই নগরবাসীর জন্য। সেবা সংস্থাগুলো নগরে সড়ক ও ড্রেন নির্মাণ, ওয়াসার পাইপলাইন, টিঅ্যান্ডটি, অপটিক্যাল ফাইবার স্থাপন করছে। এসব প্রকল্পগুলো প্রায় সবই রাস্তার ওপর। রাস্তা খুঁড়ে এসব প্রকল্প বাস্তবায়ন করতে হয়। এ কারণে রাস্তাঘাট কাটা হচ্ছে। জনদুর্ভোগ, হয়রানি হচ্ছে। এ দুর্ভোগ আমাদের সইতে হবে। এ বেদনা উন্নয়নের প্রসব যন্ত্রণা। সব উন্নয়ন জনগণের জন্য। ’
সিটি করপোরেশনের সুধী সমাবেশে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।   ছবি: উজ্জ্বল ধরসিটি মেয়র আরও বলেন, রাস্তা খোঁড়াখুড়ির কারণে নগরবাসীর ভোগান্তি ও কষ্ট পেতে হচ্ছে, তেমনি আমাদেরও কষ্ট হয়। কেননা, আমরা এতো কষ্ট করে রাস্তা নির্মাণ করি, পরে অন্য প্রকল্প বাস্তবায়নে তা কেটে ফেলতে হয়। কিন্তু করার কিছু নেই এসব প্রকল্পগুলো নগরবাসীর সেবার মান বাড়াতে নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহর বিশ্বমানের শহরে রূপান্তর হবে। আগামী দুই বছরে নগর উন্নয়নে সুপরিকল্পিতভাবে কাজ করা হবে। ’

এক্ষেত্রে সাংবাদিকদের যথাযত লেখনির মাধ্যমে জনমত তৈরির পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা কামনা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সিটি করপোরেশনে মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর গত তিন বছরে চুল পরিমাণ অনিয়ম ও দুর্নীতি করিনি উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘কেউ বলতে পারবেন না, অনিয়ম, দুর্নীতির কথা, এটাই আমার সফলতা। কথা নয়, কাজের মাধ্যমে আমি নিজের যোগ্যতা এবং সফলতার প্রমাণ দেব।  যতদিন দায়িত্বে থাকবো, ততদিন সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবো। ‘

সমাবেশে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার, সাবেক সভাপতি ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রকৌশলী মো. হারুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী।

সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে’র সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল একেএম মহিউদ্দিন আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, সচিব আবুল হোসেন, প্যানেল মেয়র, নগরের ৪১ ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।