ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিন চিকিৎসকের মধ্যে দুইজনকে বহিষ্কার করলো ম্যাক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, জুলাই ৬, ২০১৮
তিন চিকিৎসকের মধ্যে দুইজনকে বহিষ্কার করলো ম্যাক্স ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অাড়াই বছরের রাইফা খানের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম:  বেসরকারি ম্যাক্স হাসপাতালে  সাংবাদিক রুবেল খানের অাড়াই বছরের মেয়ে রাইফা খানের মৃত্যুর পেছনে তিন চিকিৎসকের অবহেলা প্রমাণিত হওয়ার পর দুই চিকিৎসককে ওই হাসপাতাল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

তারা হলেন- ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব।  অবহেলায় এই দুজন সরাসরি জড়িত ছিলেন।

  ডা. বিধান রায় চৌধুরীর নাম সিভিল সার্জনের তদন্তে  আসায় ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কল না করার সিদ্ধান্ত নিয়েছেন।  

ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. লিয়াকত আলী খান বাংলানিউজকে বলেন, অবহেলায় সাংবাদিক রুবেল খানের মেয়ের মৃত্যুর অভিযোগ আসার পর আমরাও নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করি।

 ওই তদন্তে ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবের অবহেলার বিষয়ে প্রমাণ পাই।  তাই ওই দুজনকে হাসপাতাল কর্তৃপক্ষ না (বহিষ্কার ) রাখার  সিদ্ধান্ত নিয়েছে।  

সিভিল সার্জনের তদন্ত প্রতিবেদনে ডা.বিধান রায়েরও নাম আসায় তাকে হাসপাতাল কর্তৃপক্ষ কল না করার সিদ্ধান্ত নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।