ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাইফা হত্যার বিচার ছাড়া ঘরে ফিরে যাবো না

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
রাইফা হত্যার বিচার ছাড়া ঘরে ফিরে যাবো না ভুল চিকিৎসায় রাইফা খানের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি ও ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ‘ম্যাক্স হাসপাতাল চিকিৎসার নামে একের পর এক মানুষ হত্যায় মেতে উঠেছে। হাসপাতালের কার্যক্রম শুরু হওয়া থেকে রাইফা পর্যন্ত মানুষ খুনের অভিযোগের পাহাড় জমেছে এ হাসপাতালের বিরুদ্ধে। আর কোন রাইফার যেন এভাবে অপচিকিৎসায় মৃত্যুবরণ করতে না হয় অবশ্যই এ হত্যার সাথে জড়িতদের শাস্তি দিতে হবে। আমরা আমাদের মেয়ে রাইফা হত্যার বিচার ছাড়া ঘরে ফিরে যাবো না।’

বৃহস্পতিবার (০৫ জুলাই) বিকেলে ‘পরিবর্তন চট্টগ্রাম’ আয়োজিত ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাইফা খানের মৃত্যুর সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি ও অবৈধ ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা দেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার।

কিন্তু কোন চিকিৎসক যখন এ মৌলিক অধিকার হরণ করে হয়রানী করে বা চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার হুমকী দেয়, তাহলে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব সেই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

ভুল চিকিৎসায় রাইফা খানের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি ও ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/Human_chain_for_RAIFA__220180705211655.jpg" style="margin:1px; width:100%" />বক্তারা আরও বলেন, আমাদের সংগ্রাম অর্থলোভী সেসব রক্তপিপাসু ডাক্তারদের বিরুদ্ধে। যদিও ডাক্তার সমাজের বড় অংশও এদের অপতৎপরতার বিপক্ষে। পেশাগত কারণে এরা মূখ খুলতে পারে না।

অচিরেই সাংবাদিকদের হুমকিদাতা চট্টগ্রামের স্বাস্থ্যখাতকে জিম্মিকারী ডা. ফয়সল ইকবালের হাতে জিম্মি চট্টগ্রামের ১ কোটি স্বাস্থ্যসেবা গ্রহনকারী মানুষকে মুক্ত করবে সাংবাদিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন।

পরিবর্তন চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি এম এ ছবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আল-কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি জানিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহিদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোস্তাক আহমদ, সহ সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম সম্পাদক তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, দৈনিক সমকালের ব্যুরো প্রধান সরওয়ার সুমন, সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান অনিন্দ টিটু, সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সিনিয়র সদস্য মর্হরম হোসাইন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ উল্লাহ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, পূর্বাশার আলো সভাপতি নোমান উল্লাহ বাহার, স্বেচ্ছাসেবক পার্টি (জেপি) নগর আহবায়ক সোমিয়া ছালাম, পরিবর্তন চট্টগ্রাম’র সহ সভাপতি মুকাম্মেল হক খান, জহির উদ্দিন জহুর, যুগ্ম সম্পাদক এবিএম ইকবাল হায়দার, সিনিয়র সদস্য রাশেদুল হক খোকন প্রমুখ।

রাইফা খুনের তদন্তকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।