ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সম্ভাবনা-অর্জনের কথা তুলে ধরে বাংলানিউজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
চট্টগ্রামের সম্ভাবনা-অর্জনের কথা তুলে ধরে বাংলানিউজ বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম চট্টগ্রামের সম্ভাবনা ও অর্জনের কথা তুলে ধরে। অক্ল‍ান্ত পরিশ্রমে খুব অল্প সময়ের মধ্যে তারা নিউজ আপলোড করে অনলাইনের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেয়।’

রোববার (০১ জুলাই) বিকেলে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে দেশের শীর্ষ অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঠকের কাছে বাংলানিউজ গ্রহণযোগ্যতা পেয়েছে উল্লেখ করে আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমানে প্রতিটি মুহূর্তের খবর আমরা অনলাইনে পেয়ে থাকি।

এ সংবাদগুলো নানাভাবে পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। চট্টগ্রামকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে।
বস্তনিষ্ট ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে বাংলানিউজ আরও এগিয়ে যাবে বলেও মত প্রকাশ করেন তিনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান তপন চক্রবর্তী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

চট্টগ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হলো বাংলানিউজ

চ্যালেঞ্জ নিতে ভালোবাসে বাংলানিউজ

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।