ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হলো বাংলানিউজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
চট্টগ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হলো বাংলানিউজ বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিরা। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

চট্টগ্রাম: অষ্টম বর্ষপূর্তিতে চট্টগ্রামের পাঠক-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ।

রোববার (০১ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে তারা বাংলানিউজকে শুভেচ্ছা জানান।

কেক কেটে চট্টগ্রামে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাংলানিউজের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ সংকলন হাতে অতিথিরা।  ছবি: সোহেল সরওয়ারএ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী,  জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান তপন চক্রবর্তী স্বাগত বক্তব্যে বলেন, সংবাদ পরিবেশনের সংস্কৃতি পাল্টে দিয়েছে বাংলানিউজ। আমাদের বড় চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে আপডেট দেওয়া। আমাদের সাংবাদিকরা মোবাইলে লিখে স্পট থেকে নিউজ দেন। আমরা টিভি স্ক্রলের আগে নিউজ দিয়ে থাকি। আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী। তাই নিত্যনতুন চ্যালেঞ্জ নিচ্ছি।

শুভেচ্ছা বক্তব্য দেন আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ।

বাংলানিউজকে শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দ্য ডেইলি সানের ব্যুরো প্রধান নূর উদ্দিন মিলন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ম. শামসুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, এজাজ মাহমুদ, রমেন দাশগুপ্ত প্রমুখ।

শুভেচ্ছা জানান নাট্যজন অভীক ওসমান, জামালখান ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, র‍্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেডের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, স্থপতি আশিক ইমরান, রোটারি ক্লাব অব চিটাগাং এলিটস এর চার্ট‍ার প্রেসিডেন্ট রোটারিয়ান নওশাদ চৌধুরী মিটু, সুচিন্তা বাংলাদেশের অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, বোখারী আজম প্রমুখ।

বাংলানিউজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, চিটাগাং ইউনিভার্সিটি কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বণিক বার্তা, সিভয়েস পরিবার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত লিমিটেড, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, যুবলীগ নেতা শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু ও হোসেন সরওয়ার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সমন্বয়ক শওকত বাঙালি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ চট্টগ্রামের সভাপতি আমিনুল হক বাবু, পরিবর্তন চট্টগ্রাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার, তারুণ্যের উচ্ছ্বাস পরিবার।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।