ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জানুয়ারি ৪, ২০১৮
ফটিকছড়িতে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে রনি আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল তিনটায় নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ।

রনি আক্তার উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের নুরুল আমিন ফোরম্যান বাড়ির জহুর আহমদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয় মাস আগে পাইন্দংয়ের তাজুর বাড়ির প্রবাসী আবুল কালামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রনির। কযেক মাস আগে স্বামী বিদেশ থেকে দেশে আসেন।

দুপুরে ‍আবুল কালাম শ্বশুরবাড়িতে জানান, রনি গলায় ফাঁস দিয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বাংলানিউজকে জানান, পুলিশ মরদেহটি হাসপাতাল থেকে থানায় নিয়ে এসেছে। আত্মহত্যা না হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।