ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাজীর দেউড়িতে আগুনে পুড়লো ৪ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, ডিসেম্বর ২১, ২০১৭
কাজীর দেউড়িতে আগুনে পুড়লো ৪ বসতঘর

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. আবদুল মান্নানের মালিকানাধীন ৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকার ২ নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ‍আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সত্যপ্রিয় বড়ুয়া বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবরে নন্দনকানন ও চন্দনপুরার ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবরের নেতৃত্বে আধঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ৪টি কাঁচাবসত ঘর পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।