মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।

বক্তারা আরও বলেন, পাকিস্তানিরা এদেশের মানুষের প্রতি নির্যাতন, অবিচার, জুলুম চালিয়েছিল।
পাকিস্তানি হানাদারদের পরাজিত করে এ দেশ যখন স্বাধীন হয়, তখন বঙ্গবন্ধু নিজেই পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় পাশ্ববর্তী বন্ধু দেশসমূহ সহ আন্তর্জাতিক মহলের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত দেশ ঘুরে দাঁড়ায়। বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার এ বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বদলে যাচ্ছে দেশ। তারই প্রয়াস বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মাসেতু। শুধু তা নয়, জেলায় জেলায় চলছে উন্নয়নের কর্মযজ্ঞ।
বক্তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে আরও এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসবি/আইএসএ/টিসি