ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৫, জানুয়ারি ১০, ২০১৭
বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ সেমিনারে বক্তারা। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি ফিরে এসে যুদ্ধবিধ্বস্ত এদেশের পুনর্গঠনে সর্বস্ব আত্মনিয়োগ করেন। তিনি এদেশের দায়িত্ব নিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলেন। বাঙালির ইতিহাস সংগ্রামের ইতিহাস, সশস্ত্র মুক্তিযুদ্ধের ইতিহাস। ত্রিশ লক্ষ শহীদের রক্তদানের মধ্য দিয়ে রচিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।

আলোচক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন। ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ সেমিনারে বক্তারা

বক্তারা আরও বলেন, পাকিস্তানিরা এদেশের মানুষের প্রতি নির্যাতন, অবিচার, জুলুম চালিয়েছিল।

সম্ভাবনাময় অর্থনীতির বাংলাদেশকে পঙ্গু বানাতে নানান ষড়যন্ত্র করেছিল। মেধাশূন্য করতে হত্যা করেছে এদেশের বুদ্ধিজীবীদের। পাকিস্তানিরা দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের পরিকল্পনা করেও সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে পরিণত হয়েছে।

পাকিস্তানি হানাদারদের পরাজিত করে এ দেশ যখন স্বাধীন হয়, তখন বঙ্গবন্ধু নিজেই পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় পাশ্ববর্তী বন্ধু দেশসমূহ সহ আন্তর্জাতিক মহলের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত দেশ ঘুরে দাঁড়ায়। বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার এ বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বদলে যাচ্ছে দেশ। তারই প্রয়াস বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মাসেতু। শুধু তা নয়, জেলায় জেলায় চলছে উন্নয়নের কর্মযজ্ঞ।

বক্তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে আরও এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।