ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সরকার নির্ধারিত ভর্তি ফি নেয়ার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জানুয়ারি ৩, ২০১৭
সরকার নির্ধারিত ভর্তি ফি নেয়ার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

চট্টগ্রাম: স্কুলে সরকার নির্ধারিত ভর্তি ফির চেয়ে বেশি অর্থ আদায় না করার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেন নগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, সরকারিভাবে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।

  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই নির্দেশ মানছে না।   পুন:ভর্তি ফি আদায় না করার কথা বলা হলেও একটি শিক্ষা প্রতিষ্ঠানও তা মানছে না।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রধানমন্ত্রী অভিন্ন ভর্তি ফি চালু করার ঘোষণা দিয়েছেন।  নগরীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত ৩ হাজার টাকার বেশি আদায় করলেও শিক্ষা মন্ত্রণালয় কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না।  

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, জয়নাল উদ্দিন জাহেদ, নাঈম রনি ও আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।