ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সর্বোচ্চ ভোট প্রদীপের

ডা. মুজিবুলের বেশি ৯৯২, ফয়সলের ১৩০৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ডা. মুজিবুলের বেশি ৯৯২, ফয়সলের ১৩০৯ বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনী ফলাফল

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন সমর্থিত মুজিব-ফয়সল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

চট্টগ্রাম: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন সমর্থিত মুজিব-ফয়সল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত একটায় প্রধান নির্বাচন কমিশনার ডা. আলাউদ্দিন মজুমদার ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্যানেলের সভাপতি প্রার্থী ডা. মুজিবুল হক খান পেয়েছেন ২ হাজার ১১৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নাসির-মিনহাজ পরিষদের ডা. নাসির উদ্দীন মাহমুদ পেয়েছেন ১ হাজার ১২৭ ভোট।

ভোটের ব্যবধান ৯৯২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৬৮ ভোট। বিপরীতে ডা. মিনহাজ পেয়েছেন ৯৫৯ ভোট। ব্যবধান ১ হাজার ৩০৯ ভোট। নবনির্বাচিত সভাপতি ডা. মুজিবুল ও সাধারণ সম্পাদক ডা. ফয়সল

বিজয়ী প্যানেলের সহ-সভাপতি ডা. মনোয়ার উল হক শামীম (প্রাপ্ত ভোট ২৩৫৮), ডা. মো. সেলিম আকতার চৌধুরী (১৯৮১), কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আরিফুল আমীন (২৪২৫), যুগ্ম সম্পাদক ডা. মো. রবিউল করিম (২১৭৮), সাংগঠনিক সম্পাদক ডা. এসএম মুইজ্জুল আকবর চৌধুরী (২৫৭৭), বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. নূর হোসেন শাহীন (২৫৭৩), দপ্তর সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন (২৩৪১), প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত (২২২০), সমাজসেবা সম্পাদক ডা. মো. আবুল কাশেম (২৩২৫), সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডা. সত্যজিৎ রায় (২২৯১), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. নুর উদ্দীন জাহেদ (২২৪৫)। কার্যনির্বাহী সদস্য ডা. প্রদীপ কুমার দত্ত (২৬৫৮), ডা. মো. মাহবুব আলম (২২৭৪), ডা. প্রীতি বড়ুয়া (২৩২৫), ডা. মো. রিজোয়ান রেহান (২২৮৫), ডা. মো. শাহ আলম সবুজ (২১৬৪), ডা. মো. আকবর হোসাইন ভূঁইয়া (২৩৫৮), ডা. এএএম শাহেদ পারভেজ খান (২০৮৬), ডা. হোসেন আহমদ (২২৭৮), ডা. অসীম কুমার চৌধুরী (১৯৭৪) ও ডা. কামাল উদ্দিন মজুমদার পেয়েছেন (২০৫৩)।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।