ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'পাঁচ বছর পর বলবো না আরেকবার সুযোগ দিন'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
'পাঁচ বছর পর বলবো না আরেকবার সুযোগ দিন'

চট্টগ্রাম: পাঁচ বছর পর আরেকবার সুযোগ দিন বলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (০১ আগস্ট) বারিক মিঞা বহুমুখী স্কুল প্রাঙ্গণে ডোর টু ডোর পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান।

মেয়র বলেন, আমি ও আমার পরিষদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি।   পাঁচ বছর কম সময় নয়।

পাঁচ বছরের মধ্যে নগরবাসীর সব অধিকার বাস্তবায়ন করবো। এ লক্ষ্যে আগামী তিন অর্থবছরের জন্যে পরিকল্পনা করেছি।

তিনি বলেন, তিন বছর পর চট্টগ্রাম হবে বিশ্বমানের নগরী। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে এ কথা বলছি। যা মুখে প্রকাশ করেছি অক্ষরে অক্ষরে পালন করবো।

মেয়র গৃহিণী দিলশাদ বেগম ও নাসিমা বেগমের হাতে দুটি বিন তুলে দিয়ে বিনামূল্যে বিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

নির্বাচিত ৭ ওয়ার্ডের প্রতিটি ঘর, দোকান ও অফিসে বিন পৌঁছে দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, এরপর এলাকার ডাস্টবিন ও কনটেইনারগুলো তুলে নেওয়া হবে। তখন আর যত্রতত্র ময়লা কোনো অবস্থাতেই ফেলা যাবে না। তাহলে দুর্গন্ধ ছড়াবে না। পরিবেশ দূষণ হবে না। মানুষের মধ্যে রোগ ছড়াবে না।

বক্তব্য দেন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

উপস্থিত ছিলেন কাউন্সিলর জিয়াউল হক সুমন, হাসান মুরাদ বিপ্লব, ইসমাইল বালি, মাজহারুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌসী আকবর, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক   সাইফুল আলম চৌধুরী প্রমুখ।

বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য মেয়রকে একটি গাড়ি উপহার দেন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক।

তিনি বলেন, আগামী ছয় মাস পর এ শহরে বর্জ্য থাকবে না। এক বছরে মেয়র যে কাজ করেছেন তা কল্পনাতীত।

চসিকের পরিচ্ছন্ন বিভাগের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, প্রথম ৭টি ওয়ার্ডে ১ লাখ ৯৫ হাজার বিন ও ৫০০ গাড়ি সাত দিনের মধ্যে বিতরণের লক্ষ্যে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।