ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকবিরোধী গণসচেতনতায় গণসাক্ষর ও ছবি প্রদর্শনী শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
মাদকবিরোধী গণসচেতনতায় গণসাক্ষর ও ছবি প্রদর্শনী শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণসাক্ষর অভিযান ও স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শনী শুরু হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সচেতনতার অভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে তরুণ সমাজ।

এতে করে তছনছ হয়ে পড়ছে ওই তরুণের পরিবার। নষ্ট হচ্ছে সামাজিক রাষ্ট্রিয় শান্তিপূর্ণ পরিবেশ।
এ বিপর্যয় ঠেকাতে সমাজের নানা পেশার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি পরিবার থেকে শিশু তরুণদের প্রতি অভিভাবকদের সচেতন হতে হবে।

বৃহস্পতিবার বিকালে নগরীর মাদারবাড়ি রেলক্রসিং এলাকায় গণসাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্ট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন ও জিটিভি ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেন। এ সময় বিলি করা হয় সচেতনতামূলক মাদকবিরোধী লিফলেট। পরে মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।