ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নারী দিবসে জনউদ্যোগের শোভাযাত্রা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
চট্টগ্রামে নারী দিবসে জনউদ্যোগের শোভাযাত্রা

চট্টগ্রাম: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শনিবার চট্টগ্রামে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বেসরকারী সংগঠন জনউদ্যোগ।

দুপুর ১২ টায় চট্টগ্রাম ডিসি হিল প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর শহীদ মিনারে গিয়ে শেষ হয়।



শহীদ মিনারে জনউদ্যোগ, চট্টগ্রামের জেলা স্বেচ্ছাসেবক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেরদৌস আহম্মদ, শরীফ চৌহান, হেলাল উদ্দীন মাহাবুব, এরশাদুল করিম, ডা.বিজয় চক্রবর্তী, ফরহাদুল আলম হীরা, খায়রুল ইসলাম ও শামসুল হক মিলন।
 
বক্তারা বলেন, নারীদের উন্নয়নের জন্য যতটুকু উদ্যোগ সরকারী-বেসরকারী ভাবে নেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য।
তাই স্বাধীনতার এতদিন পর নারীদের যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল তা হয়নি। শিক্ষা, স্বাস্থ্য ও রাজনীতিতে নারী-পুরুষ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে কিছুদূর আসলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ কম।

তারা বলেন, নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে যুক্ত করতে হলে তাদের শিক্ষার সুযোগ দিতে হবে। রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, অর্থনৈতিক সমতা এবং স্বাস্থ্যসেবা প্রাপ্যতার সূযোগ দিতে হবে।

বাংলাদেশ সময়: ২০২০ঘণ্টা, মার্চ ০৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।