চট্টগ্রাম: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ডিজিটাল অ্যাপস ‘অপরাজেয়’ এর আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার (৮ অক্টোবর) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বেইস কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর সহায়তা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
এসময় তিনি শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু একাডেমিক অর্জন নয়, আমাদের শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ ও স্থিতিশীল হয়ে গড়ে ওঠাটাও সমান গুরুত্বপূর্ণ।
বিজনেস স্কুলের শিক্ষার্থী জামিলা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আশিকুল মাহমুদ ইরফান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেইস কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. আশফাক খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আরাফাত আজিম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ-তরুণীদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা ভয়াবহ হারে বাড়ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা নানা সামাজিক ও একাডেমিক চাপের মাঝে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের মানসিক অবস্থান বুঝে উপযুক্ত কনটেন্ট, সেলফ-হেল্প টুলস এবং অনলাইন কাউন্সেলিং সুবিধা প্রদান করবে, যা গোপনীয়তা নিশ্চিত করে সহজেই ব্যবহার করা যাবে।
‘অপরাজেয়’ শুধু একটি অ্যাপস নয়, এটি একটি সহানুভূতির হাতছানি। প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষার্থীদের মানসিক সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার এক সাহসী পদক্ষেপ।
এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বেইস কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে উভয় প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করে।
সিআইইউ-এর পক্ষে আশিকুল মাহমুদ ইরফান এবং বেইস কেয়ার ফাউন্ডেশন এর পক্ষে ড. আশফাক খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, রেজিস্ট্রার, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পিডি/টিসি