ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসী হারুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, অক্টোবর ৫, ২০২৫
প্রবাসী হারুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: মীরসরাই উপজেলার প্রবাসী মো.হারুন হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

শাহিন আলম (৩০) উপজেলার মধ্যম তালবাড়ীয়া এলাকার মো.হালিমের ছেলে।

 

র‌্যাব-৭ সূত্র জানিয়েছে, নিহত মো.হারুন (৪৫) প্রবাসী ছিলেন। তিনি চলতি বছরের ৩০ এপ্রিল তিন মাসের ছুটিতে দেশে আসেন।

পারিবারিক জমি নিয়ে তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৯ জুলাই হারুনের বোন শাহেনা বেগমের ঘরের ছাদের পানি হারুনের বাড়ির উঠোনে পড়ে স্যাঁতস্যাঁতে অবস্থার সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগনে শাহিন আলম ও তার সহযোগীরা অস্ত্র, ছুরি ও লোহার রড দিয়ে হারুনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মীরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রবাসী মো.হারুন হত্যার প্রধান আসামি শাহিন আলম নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।