চট্টগ্রাম: ফটিকছড়িতে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ফটিকছড়ি সদরের বিবিরহাট বাসস্টেশন মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, নিরপেক্ষ নির্বাচনসহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দীনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা জালাল উদ্দীন মাছুম। প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি ও ফটিকছড়ি-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ। এছাড়া বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত পথসভায় নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন-সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।
বক্তারা বলেন, বর্তমান ব্যবস্থায় একদলীয় আধিপত্যের সৃষ্টি হয় এবং সংসদে জনগণের মতামত প্রতিফলিত হয় না। পিআর পদ্ধতিতে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, ফলে গণতন্ত্রের বিকাশ ঘটে।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি শাখার সভাপতি মাওলানা শওকত আলী আজমী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা খালেদ সুলতানী। বক্তব্য দেন উত্তর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এসি/টিসি