ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, সেপ্টেম্বর ২১, ২০২৫
সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। তার নাম সেলিম ফকির (২৮)।

দুর্ঘটনায় আহত হয়েছে ট্রাকের হেলপার রাকিব (২০)।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, ভোর সাড়ে ৫টায় কদমরসুল এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে পেছন দিকে চলে আসলে অপর একটি ৬ চাকার রডবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ওই ট্রাকের চালক মারা যান এবং হেলপার গুরুতর আহত হন।  

হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।