ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বরাষ্ট্র উপদেষ্টার ফোনে প্রত্যাহার হওয়া মনজুর এখন হাটহাজারীর ওসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, সেপ্টেম্বর ৯, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার ফোনে প্রত্যাহার হওয়া মনজুর এখন হাটহাজারীর ওসি

চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়া থানা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে প্রত্যাহার হওয়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।  

সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

এর আগের দিন তিনি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এসপি কার্যালয়ে যোগ দেন।

এর আগে চকরিয়া থানার ওসি থাকাকালে মনজুর কাদেরের বিরুদ্ধে থানায় আটকে রেখে নির্যাতন ও নারীকে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠে।

গত ১ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিযোগের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে তুলে ধরেন স্থানীয় এক সাংবাদিক। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন।

এর পরদিনই চকরিয়া থেকে উখিয়া থানায় বদলির আদেশ হয়। তবে এই বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে মনজুর কাদেরকে উখিয়ায় না পাঠিয়ে রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে আগেও গুরুতর অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করছে পুলিশের বিভিন্ন সংস্থা। ২০১৩ সালে কক্সবাজারের ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন মনজুর কাদের ভূঁইয়া। ওই বছরের ফেব্রুয়ারিতে মানবতাবিরোধী মামলায় মাওলানা দেলাওয়ার সাঈদীর মামলায় রায়ের প্রতিবাদে ঈদগাঁও বাজারে স্থানীয়রা মিছিল বের করে। এতে ঘটনাস্থলে নিহত হন রশিদ আহমদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম আসামি মনজুর কাদের।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে চট্টগ্রাম গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মনজুর কাদের ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন ছুটিতে পাঠানো হয়। একইদিন রাতে তাঁর অনুপস্থিতিতে থানার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে জড়ায় উভয় পক্ষ। এতে উভয়পক্ষের ২ শত আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অভিযান চালিয়ে আরিয়ান ইব্রাহিম নামের একজনকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।