চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সদরঘাট থানা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম হাবিবুর রহমান ছিলেন মাঠের রাজনীতিবিদ ও পর্যায়ক্রমে উঠে আসা নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে তিনি ভয়ভীতি উপেক্ষা করে নেতৃত্ব দিয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে নগরের পূর্ব মাদারবাড়ী নছু মালুম মসজিদে সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
হাবিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রশংসা করে ডা. শাহাদাত বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল হাবিবুর রহমান বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ১৯৭১-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধা হিসেবে বীরোচিত ভূমিকার জন্য তিনি চট্টগ্রামবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
হাবিবুর রহমানদের মেধা, শ্রম, ত্যাগের বিনিময়ে বিএনপি আজকে তিলে তিলে গড়ে উঠেছে। আওয়ামী লীগের অবৈধ শাসনামলে তিনি কঠিন সময়ে রাজনীতি করেছেন। বর্তমান সময়ে হাবিব ভাইয়ের মতো অবিভাবকের খুবই প্রয়োজন ছিল।
মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, চব্বিশের জুলাই বিপ্লবের শহীদ ও সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে অংশ নেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন জিয়া, মো. কামরুল ইসলাম, মো. সালাউদ্দীন, মহানগর বিএনপি নেতা মো. আলী, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সরদঘাট থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক আরজুন্নাহার মান্না, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্যসচিব তসলিমুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির আহাম্মদ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক ইলিয়াস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সদস্যসচিব মো. শাহজাহান, মরহুম হাবিবুর রহমানের ছেলে মো. সাঈদুর রহমান ও মো. আসিফুর রহমান প্রমুখ।
এআর/পিডি/টিসি