ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুল ও খাবার দিয়ে শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, মে ১, ২০২৫
ফুল ও খাবার দিয়ে শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময়  ...

চট্টগ্রাম: মহান মে দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রমিকদের ভালোবাসার উপহার বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (০১ মে) সকালে নগরের কাজির দেউড়ি মোড়ে শ্রমিকদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া তীব্র গরমে জুস, কেক এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে।  

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজীব ধর তমাল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, নুর জাহেদ বাবলু, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর ইফতেখার হোসাইন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের বাবলু দেবনাথ, উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ দপ্তর সম্পাদক নাফিজ শাহ, মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, সুকান্ত মজুমদার, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, পটিয়ার যুবদল নেতা সাজু কান্তি দেব সহ অন্যরা।

 

এসময় বক্তারা বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকবান্ধব ছিলেন। সেসময় শ্রমিকদের কল্যাণে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। পোশাক শিল্প ও বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রমও শুরু হয় সেসময়।  একইভাবে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।