ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সদরঘাটে অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, এপ্রিল ২৫, ২০২৫
সদরঘাটে অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ ...

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৭) ও পাঠানটুলি ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাত আহমেদ রাব্বি (৩৩)।  

সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।