ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, এপ্রিল ২৩, ২০২৫
পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ...

চট্টগ্রাম: নগরে চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।  

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ১২টার দিকে বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে জানান, নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ।

কিন্তু চালকরা তা মানছে না। ফলে ঘটছে দুর্ঘটনা। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামলে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।  

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।  

চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।